ফরিদগঞ্জের শীর্ষ মাদক কারবারি রতন আটক

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১৫: ৩১
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৫: ৩৫

চাঁদপুরের ফরিদগঞ্জে চিহ্নিত শীর্ষ মাদক কারবারি ও ডজনখানেক মামলার আসামি মো. রতন প্রকাশ রতন রাঢ়ি (৩৬) -কে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে সোমবার রাতে উপজেলার চর দুঃখিয়া পূর্ব ইউনিয়নের পূর্ব সন্তোষপুর গ্রামে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। সে ওই গ্রামের সেকান্দর আলীর ছেলে। রতন দীর্ঘদিন মাদক কারবারে জড়িত বলে জানা গেছে।

ফরিদগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মো. রাকিবুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ আগস্ট ২০২৫) রাতে ওই এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে রতনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। রতনের বিরুদ্ধে আগেরও আটটি মাদক ও মারামারিসহ ১২টি মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, যৌথবাহিনীর অভিযানে আটক মাদক কারবারি রতনের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করে। মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত