মহেশখালীতে স্ত্রীকে হত্যা, পালিয়ে যাওয়ার পর স্বামী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মহেশখালী (কক্সবাজার)
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ১১: ৪৮

মহেশখালীতে সুমাইয়া নামের এক গৃহবধূকে ওড়না দিয়ে প্যাঁচিয়ে হত্যা করার ঘটনায় ঘাতক স্বামী রমজানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি কাইছার হামিদ।

শনিবার সকালে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পূর্ব জামালপাড়ার নিজ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই স্বামী রমজান পলাতক ছিল। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে অভিযান চালিয়ে তাকে আটক করে মহেশখালী থানা পুলিশ।

ঘটনার পর ঘাতক রমজান প্রবাসী সুমাইয়ার বড় ভাইকে হত্যার বিষয়ে বলেন, ‘ভাই, আমি সুমাইয়াকে মেরে ফেলছি, আমি আর বাঁচবো না, আমি নিজেই আত্মহত্যা করবো। শনিবার সকালেই এ ঘটনার সত্যতা মেলে।

নিহত সুমাইয়া একই ইউনিয়নের পানিরছড়া এলাকার হারুন রশিদের মেয়ে। তার সঙ্গে পূর্ব জামালপাড়ার রাজমিস্ত্রির সহযোগী রমজান আলীর বিয়ে হয় কয়েক বছর আগে। তাদের সংসারে রয়েছে দুই সন্তান।

দাদা মোহাম্মদ ছৈয়দ কবির জানান, তিন বছর আগে রমজানের সঙ্গে সুমাইয়ার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকে থেকেই তাদের সংসারে অশান্তি লেগেই ছিল। সামান্য কারণে সুমাইয়াকে মারধর করত রমজান। কয়েকবার সালিশ বৈঠকও হয়, কিন্তু কোনো লাভ হয়নি।

মহেশখালী থানার ওসি কাইছার হামিদ বলেন, হোয়ানকে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যার ঘটনায় লাশ উদ্ধারের পর অভিযুক্ত স্বামী রমজানকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। রমজান আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত