ফেনীতে চোরাচালানবিরোধী অভিযানে বিপুল ভারতীয় পণ্য জব্দ

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১৪: ০৭

ফেনীতে চোরাচালানবিরোধী অভিযানে বিপুল ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)।

সোমবার সকালে সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছেন। এর আগে রোববার জেলার সীমান্তবর্তী উপজেলা ফুলগাজী ও ছাগলনাইয়ায় অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় ভারতীয় গরু, সিগারেট, বিভিন্ন প্রকার ওষুধ, পান মশলা, ভারতীয় শাড়ি, ও ফেস ওয়াশসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ হয়।

বিজ্ঞাপন

ফেনীস্থ-৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন আমার দেশকে বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতি অব্যাহত রয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার রাখা হয়েছে। জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় স্থানীয় কাস্টমসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত