বান্দরবান জেলার লামা উপজেলায় গলায় ফাঁস নিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার রাতে উপজেলার ফাইতং ইউনিয়নের নয়াপাড়ার মোহাম্মদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। গৃহবধূ মায়মুনা আক্তার নয়াপাড়ার বাসিন্দা নুরুল আমিনের স্ত্রী।
সূত্র জানায়, মায়মুনার বাড়ি শেরপুর জেলায়। ৫ মাস আগে মায়মুনা ও নুরুল আমিনের বিয়ে হয়। এক সপ্তাহ আগে নয়াপাড়ায় স্বামীর বাড়িতে আসেন তিনি। বিয়ের অল্প কয়দিন পর থেকেই মায়মুন ও নুরুল আমিনের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। এর জের ধরেই মায়মুনা আত্মহত্যা করেন। বুধবার রাত ৮টায় ঘরে মায়মুনার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন বলেন, লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
/এফ/
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

