চসিক মেয়র ডা. শাহাদাত পাচ্ছেন প্রতিমন্ত্রীর মর্যাদা

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ১৮: ২৪

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিতে স্থানীয় সরকার বিভাগ থেকে চিঠি দেয়া হয়েছে।

রোববার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি মন্ত্রিপরিষদ সচিব বরাবর পাঠানো হয়।

বিজ্ঞাপন

ওই চিঠিতে বলা হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে প্রতিমন্ত্রী পদমর্যাদা প্রদান সংক্রান্ত ডিও পত্রটি এতৎসঙ্গে প্রেরণ করা হলো। বর্ণিত ডি.ও পত্রের বিষয়ে সদয় পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

৫ আগস্ট গণঅভ্যুত্থানে পর গত ১ অক্টোবর চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক খাইরুল আমিন ডা. শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেন। ৩ নভেম্বর চসিকের মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত