প্রবাসীর স্ত্রীর একসঙ্গে ৬ সন্তান জন্ম, এলাকায় চাঞ্চল্য

উপজেলা প্রতিনিধি, সেনবাগ (নোয়াখালী)
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯: ১৬

নোয়াখালীর সেনবাগের উপজেলার কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া গ্রামের কাতার প্রবাসী মো. হানিফের স্ত্রী মোকশেদা আক্তার প্রিয়া একসঙ্গে ৬টি সন্তান জন্ম দিয়েছেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিভাগে ৬ সন্তানের জন্ম হয়। এর মধ্যে তিনজন ছেলে ও তিনজন মেয়ে শিশু। ৬ শিশু ও তাদের মা সুস্থ আছেন বলে তাদের পারিবারিক সূত্রে

জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার খাজুরিয়া মধ্যপাড়া ব্যাপারী বাড়ির কাতার প্রবাসী মো. হানিফের স্ত্রী মাকশেদা আক্তার প্রিয়ার (২৩) গর্ভধারণের ২৭ সপ্তাহ চলছিল। গত কয়েক দিন আগে স্থানীয় একটি ক্লিনিকে আল্ট্রাসনোগ্রাম করে জানতে পারেন তার গর্ভে পাঁচ সন্তান রয়েছে।

তিনি আরও জানান, গত ৯ সেপ্টেম্বর প্রিয়া নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে বড় বোনের বাসায় যান। সেখানে প্রিয়া আক্তার অসুস্থ হয়ে পড়লে তাকে মনোয়ারা হাসপাতালে ভর্তি করেন। পরে প্রসব ব্যথা শুরু হলে শনিবার রাতে ঢামেকে ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেলের নবজাতক বিভাগের মেডিকেল অফিসার ডা. নিলুফার ইয়াসমিন বলেন, প্রিয়া নামের এক মা স্বাভাবিকভাবে ছয় নবজাতকের জন্ম দিয়েছেন। তারা অপরিণত অবস্থায় জন্ম নিয়েছে। ওজন খুবই কম। এর মধ্যে দুই নবজাতকের অবস্থা আশঙ্কাজনক।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত