নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে মনোনয়ন বঞ্চিত ও মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার ওছখালী জিরো পয়েন্টে এই ঘটনা ঘটে। ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল থেকে উপজেলা সদর ওছখালী জিরো পয়েন্টের এক পাশে জড়ো হতে থাকে বিএনপির মনোনয়নবঞ্চিত সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজিমের সমর্থকরা।
একই সময় জিরো পয়েন্টের অপর প্রান্তে জড়ো হয় বিএনপির মনোনয়ন পাওয়া জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের সমর্থকরা। পরে তারা ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়।
পরে প্রকৌশলী ফজলুল আজিমের লোকজন মাহবুবের রহমান শামীমের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসে। উভয় পক্ষই এ সংঘর্ষের জন্য প্রতিপক্ষকে দায়ী করে।

