বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধের

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ২১: ০০

ফেনীর ফুলগাজীতে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে আবদুল লতিফ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পশ্চিম দরবারপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ৫৫ বছর বয়সী লতিফ একই গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির উঠানে কাপড় শুকাতে বাঁশের খুঁটি লাগাতে যান লতিফ। এ সময় সীমানা নিয়ে প্রতিবেশী মাইন উদ্দিনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফুলগাজী থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে লতিফ মারা গেছেন বলে জানিয়েছেন স্বজনরা। ‍লাশটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত