আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খাগড়াছড়িতে অবরোধ পুরোপুরি প্রত্যাহার

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে অবরোধ পুরোপুরি প্রত্যাহার

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার স্থগিত করা অবরোধ প্রত্যাহার করেছে। শনিবার সকালে তাদের ফেইসবুক পেইজ এ দেয়া এক বিবৃতিতে এ অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন জুম্ম ছাত্র জনতা।

বিবৃতিতে বলা হয়, প্রশাসন তাদের দেয়া ৮ দফা দাবী মেনে নেয়া আশ্বাসের প্রেক্ষিতে এ অবরোধ কর্মসুচী প্রত্যাহার করা হয়েছে। তারা প্রশাসনের কাছে তাদের দাবী গুলো দ্রুত সময়ের জন্য বাস্তবায়নের জন্যও অনুরোধ করেন। প্রশাসনের সাথে দ্বিতীয় দফা বৈঠকের পর এ অবরোধ কর্মসুচী প্রত্যাহার করা হয় বলে জানানো হয়।

বিজ্ঞাপন

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান অবরোধ প্রত্যাহরের কারণে জনজীবন স্বাভাবিক হয়ে যাচ্ছে, যানবাহন চলমান আছে। দোকান পাঠ খুলেছে, মানষজন কেনা কাটা করছে। এছাড়া আর যাতে আইনশৃংখলা পরিস্থিতি অবনতি না হয়, নিরপত্তা ব্যবস্থা যেমন ছিলো এখনো অব্যহত রয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার জেলা শহরের সিংগী নালা এলাকায় এক কিশোরীকে সংবদ্ধ ধর্ষণের অভিযোগে তুলে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মিছিল,মিটিং সমাবেশ ও অবরোধসহ বিভিন্নকর্মসুচী পালন করে আসছিলো জুম্ম ছাত্র জনতা। পরে এ আন্দোলন থেকে খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে গুইমারায় তিন জন নিহত হন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন