চট্টগ্রাম ব্যুরো
জলবদ্ধতার কারণে নগরে গুরুত্বপূর্ণ এলাকায় সামন্য বৃষ্টি হলে পানি জমে যেতো। সেই জলবদ্ধতা থেকে মুক্তির জন্য প্রচুর কাজ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। সামনের বর্ষায় এ জলবদ্ধতার হাত থেকে নগরবাসী যাতে মুক্তি পায়, তার জন্য হজযাত্রীদের কাছ থেকে দোয়া চেয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
শনিবার বিকেলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রাম মদিনা হজ ফ্লাইট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকেল সাড়ে ৫টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে যায় ফ্লাইটটি।
তিনি বলেন, মক্কা ও মদিনা এমন একটি পবিত্র জায়গা। এ আরাফাত ময়দানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিম গাছ লাগিয়ে ছিল। সেগুলো এখন অনেক বড় বড় হয়ে গেছে। হাজীরা আরাফাত ময়দানে গেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক আল মামুন ফারুকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি, হজ এজেন্সিস অব এসোসিয়েশন (হাব) ও এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
জানা গেছে, হজযাত্রীদের যাতায়াতের জন্য এ বছর চট্টগ্রাম থেকে সরাসরি সৌদি আরবে ১৭টি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তার মধ্যে ১৪টি ফ্লাইট সরাসরি জেদ্দায় যাবে। বাকি তিনটি ফ্লাইট যাবে মদিনায়। সবগুলো ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ। এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী যাবেন। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় থাকছেন ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ করতে সৌদি আরব যাবেন।
জলবদ্ধতার কারণে নগরে গুরুত্বপূর্ণ এলাকায় সামন্য বৃষ্টি হলে পানি জমে যেতো। সেই জলবদ্ধতা থেকে মুক্তির জন্য প্রচুর কাজ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। সামনের বর্ষায় এ জলবদ্ধতার হাত থেকে নগরবাসী যাতে মুক্তি পায়, তার জন্য হজযাত্রীদের কাছ থেকে দোয়া চেয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
শনিবার বিকেলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রাম মদিনা হজ ফ্লাইট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকেল সাড়ে ৫টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে যায় ফ্লাইটটি।
তিনি বলেন, মক্কা ও মদিনা এমন একটি পবিত্র জায়গা। এ আরাফাত ময়দানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিম গাছ লাগিয়ে ছিল। সেগুলো এখন অনেক বড় বড় হয়ে গেছে। হাজীরা আরাফাত ময়দানে গেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক আল মামুন ফারুকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি, হজ এজেন্সিস অব এসোসিয়েশন (হাব) ও এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
জানা গেছে, হজযাত্রীদের যাতায়াতের জন্য এ বছর চট্টগ্রাম থেকে সরাসরি সৌদি আরবে ১৭টি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তার মধ্যে ১৪টি ফ্লাইট সরাসরি জেদ্দায় যাবে। বাকি তিনটি ফ্লাইট যাবে মদিনায়। সবগুলো ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ। এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী যাবেন। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় থাকছেন ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ করতে সৌদি আরব যাবেন।
নিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
২৫ মিনিট আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
৪৪ মিনিট আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
২ ঘণ্টা আগেচলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
৩ ঘণ্টা আগে