আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টেকনাফে বিএনপি নেতার লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

টেকনাফে বিএনপি নেতার লাশ উদ্ধার

টেকনাফে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি ও সাবরাং ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. ইউনুস সিকদারের লাশ উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। এছাড়া তিনি টেকনাফ উপজেলা বিএনপি সদস্য ও সাবরাং ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

বুধবার বেলা ১১টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের এইচ, কে আনোয়ারের প্রজেক্ট সংলগ্ন হাইওয়ে সড়কের ব্রিজের নীচে একটি লাশ দেখলে স্থানীয় পথচারীরা টেকনাফ থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি টিম এসে ইউনুস সিকদারের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।

বিজ্ঞাপন

ইউনুস টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের চান্দলী পাড়ার হাছন আলীর ছেলে এবং সাবরাং ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, বুধবার বেলা ১১টার দিকে ইউনুস মেম্বারের লাশ রঙিখালি ব্রিজের পূর্ব পাশ থেকে পুলিশ উদ্ধার করে। কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ হত্যাকাণ্ডের সাথে যে বা যারা জড়িত, অনতিবিলম্বে তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন