চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে হঠাৎ শিয়ালের আবির্ভাবে প্রায় ২৬ মিনিট আটকে থাকার পরে উড্ডয়ন করে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকাগামী একটি ফ্লাইট। বুধবার সকালের দিকে এ ঘটনা ঘটে।
সকাল ১১টা ৪০ মিনিটে ওই বিমানটির উড্ডয়নের কথা ছিলো। কিন্তু উড্ডয়নের আগে পাইলট রানওয়েতে কিছু দেখার কথা জানিয়ে নিয়ন্ত্রণ টাওয়ারে বার্তা পাঠান।
ওই সময় ২৬ মিনিট আটকে থাকে বিমানটি। কর্তৃপক্ষের লোকজন গিয়ে রানওয়েতে শিয়াল দেখতে পায়। পরে সেটিকে সরিয়ে দেওয়ার পরে উড্ডয়ন করে বিমানটি।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল গণমাধ্যমকে জানান, রানওয়ে সম্পূর্ণ খালি নিশ্চিত করার পর ফ্লাইটটি ১২টা ছয় মিনিটে উড্ডয়ন করে।

