ফুলগাজীতে ৬ ইউনিয়নে

বিএনপির কমিটিতে মহিলা লীগ নেত্রী ও যুবলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, ফেনী
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ১৭
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ১৯

ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির ছয়টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে একটিতে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ১ নম্বর সদস্য রাখা হয়েছে। অপর একটিতে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি যুবলীগ নেতা ও অন্য একটিতে এক মহিলা লীগ নেত্রীর নাম রয়েছে।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা যায়, ওই উপজেলার আওতাধীন ছয়টি ইউনিয়নে ১০ সদস্যবিশিষ্ট উপদেষ্টামণ্ডলী ও ৭১ সদস্যবিশিষ্ট কার্যকরী সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে স্থানীয় বিএনপি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে এসব কমিটি ঘোষণা করা হয়। এর আগে ২২ সেপ্টেম্বর ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন ও সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে কমিটিগুলো অনুমোদন দেয়া হয়।

এর মধ্যে ফুলগাজী সদর ইউনিয়নে মনির আহম্মদকে সভাপতি ও মো. ইয়াছিন মাহমুদ মজুমদার সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির ১ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে দলটির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী ও ফেনীর কৃতী সন্তান বেগম খালেদা জিয়াকে।

দরবারপুর ইউনিয়নে ফজলুল হক চৌধুরীকে সভাপতি ও মো. ছাইফ উদ্দিন চৌধুরী বাবলুকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এ কমিটির ৪৬ নম্বর সদস্যপদে রয়েছে একই ইউনিয়ন আওয়ামী যুবলীগের কার্যানির্বাহী সদস্য মো. হামিদুল্লাহ। তিনি একই ইউনিয়নের চকবস্তা গ্রামের আক্তারুজ্জামানের ছেলে ও চব্বিশের ৪ আগস্ট জুলাই আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত একটি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত ৬০ নম্বর আসামি। এছাড়া ফেনীর আদালতে অপর এক জুলাই যোদ্ধার দায়েরকৃত অভিযোগপত্রেও ৫২ নম্বরে তার নাম রয়েছে।

এদিকে মুন্সিরহাট ইউনিয়নে নুরুল হক খোকনকে সভাপতি ও মোয়াজ্জেম হোসেন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ঘোষিত কমিটির ২১ নম্বরে থাকা মহিলা বিষয়ক সম্পাদক বিবি মরিয়মও মহিলা লীগের রাজনীতির সাথে জড়িত বলে অভিযোগ উঠেছে।

জানা যায়,ফ্যাসিস্ট আমলে দলটির হয়ে বিনা ভোটে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য পদ পেয়েছিলেন তিনি।

বিএনপির কমিটিতে বিবি মরিয়মের নাম দেখে স্থানীয়রা বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তোলা ও নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর একাধিক ছবি প্রকাশ করে পোস্ট দিচ্ছে।

এছাড়া আনন্দপুর ইউনিয়নে সভাপতি পদে জিয়া হায়দার নাছির ও সাধারণ সম্পাদক পদে হুমায়ুন কবির ফারুককে দায়িত্ব দেওয়া হয়েছে।

আমজাদহাট ইউনিয়নে সভাপতি পদে মোহাম্মদ গোলাম সারোয়ার ও বাহার উদ্দিন মজুমদার সাধারণ সম্পাদক করা হয়েছে। জিএমহাট ইউনিয়নে সভাপতি পদে আবুল হাসেম ভূঁইয়াকে ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন পাটোয়ারীকে দায়িত্ব দেয়া হয়।

এসব কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। দলটির এক সমর্থক লিখেছেন-`দরবার ইউনিয়ন যুবলীগের সদস্য হামিদুল্লাহ এখন বিএনপি'র কমিটির সদস্য। ফেনী-১ এর সমন্বয়ক রফিকুল ইসলাম মজনু ও ফুলগাজী উপজেলা বিএনপির সভাপতি ফকরুল ইসলাম স্বপন এবং সাধারণ সম্পাদক আবুল হোসেন কত টাকার বিনিময়ে যুবলীগের দরবারপুর ইউনিয়নের সদস্য হামিদুল্লাহকে বিএনপি'র সদস্য বানানো হয়। যার বিরুদ্ধে জুলাই আন্দোলনে ফেনীতে ছাত্রহত্যার মামলা আছে-কিভাবে সম্ভব। ফ্যাসিস্টদের যে টাকা দিয়ে গত ১৫ বছর চালিয়েছেন সে আজ বিএনপি'র সদস্য।'

এছাড়া আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের সঙ্গে নৌকা মার্কার নির্বাচনী প্রচারণার সময় তোলা একাধিক ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও অনেকেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

এদিকে যুবলীগ নেতা ও জুলাই আন্দোলনকারীদের উপর হামলা মামলার আসামিকে বিএনপির কমিটিতে স্থান দেয়া প্রসঙ্গে জানতে চাইলে ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন বলেন, তিনি আগেও বিএনপি করতেন। বিগত সময়ে ছাপে পড়ে যুবলীগের কমিটিতে নাম দিতে বাধ্য হয়েছে।

এখন আবার বিএনপিতে যোগদান করেছে। মামলার বিষয়টি সঠিক নয়। একইভাবে মরিয়ম মেম্বারকে নিজেদের লোক দাবি করছেন তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত