আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঝুলে পড়ল রেলিংয়ে

গুরুতর আহত পথচারী

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঝুলে পড়ল রেলিংয়ে

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড় এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাস থেকে নিচে ঝুলে পড়ে একটি ট্রাক। দুর্ঘটনায় আহত গুরুতর হন এক পথচারী।

বিজ্ঞাপন

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে ঢাকায় আগারগাঁও পঙ্গু হাসপাতালে পাঠিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাষাঢ়া থেকে সাইনবোর্ড গামী ট্রাকটি দ্রুতগতিতে চলছিল। হঠাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে ওভারপাসের রেলিং ভেঙে নিচের দিকে ঝুলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, এখনো পর্যন্ত আমরা কোনো মৃত্যুর বিষয় নিশ্চিত হইনি। তবে একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন