মাইলস্টোন ট্রাজেডি: রাইসা মনির কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

উপজেলা প্রতিনিধি, আলফাডাঙ্গা (ফরিদপুর)
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১৭: ৪২

২১ জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাইসা মনির (৯) কবরে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল।

শনিবার দুপুরে বিমান বাহিনী প্রধানের পক্ষে যশোর বিমান ঘাঁটি থেকে আসা প্রতিনিধি দলটি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামে রাইসা মনির বাড়িতে যায়। প্রথমে তারা রাইসার স্বজনদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান।

বিজ্ঞাপন

এরপর স্কোয়াড্রন লিডার মো. জিহাদুল ইসলামের নেতৃত্বে বিমান বাহিনীর প্রতিনিধি দল রাইসা মনির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় এবং কবর জিয়ারত করে।

এ সময় মাইলস্টোন স্কুল ট্রাজেডিতে নিহত সকলের জন্য একটি বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে বিমান বাহিনীর পক্ষ থেকে স্থানীয় একটি মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল, সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল আলম, রাইসা মনির বাবা মো. শাহাবুল শেখ প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত