শীর্ষ সন্ত্রাসী শুটার মাসুদ বিদেশি পিস্তল ও গুলিসহ আটক

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ১৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী শুটার মাসুদকে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ আটক করেছে র‌্যাব-১১।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোনারগাঁও থানার পেরাব এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

র‌্যাব জানায়, সম্প্রতি সোনারগাঁও থানার নোয়াদ্দা বাবুবাজার এলাকায় কাপড় ব্যবসায়ী রাকিব (২৫) কে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় শুটার মাসুদের সংশ্লিষ্টতা পাওয়া যায়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ফুটেজে দেখা যায়, মাসুদ কোমর থেকে পিস্তল বের করে রাকিবকে লক্ষ্য করে গুলি চালায় এবং হত্যাকাণ্ড শেষে বীরদর্পে চলে যায়।

শুধু তাই নয়, মাসুদ ও তার বাহিনী দীর্ঘদিন ধরে সোনারগাঁও ও আড়াইহাজার এলাকায় অস্ত্রের শোডাউন, চাঁদাবাজি, ছিনতাই, লুটপাট ও ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল।

এ ছাড়াও তারা মাদকসেবন ও ব্যবসার সঙ্গেও জড়িত ছিল।

গ্রেপ্তার শুটার মাসুদ (২৮) আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া এলাকার মোবারক হোসেনের ছেলে।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত