আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শিশু তায়েবা হত্যার প্রতিবাদে সখিপুরে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, ভেদরগঞ্জ (শরীয়তপুর)
শিশু তায়েবা হত্যার প্রতিবাদে সখিপুরে মানববন্ধন

ভেদরগঞ্জে সখিপুরে মাদ্রাসার নার্সারির শিক্ষার্থী তায়েবা হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সখিপুর-ভেদরগঞ্জ সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সখিপুর প্রেস ক্লাবের সামনে সখিপুর-ভেদরগঞ্জ সড়কে সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, নিষ্পাপ শিশুকে হত্যার সাথে জড়িতদের আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর না হলে এ ধরনের ঘটনা থামবে না। মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

গত শুক্রবার দুপুরে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ছৈয়াল কান্দি এলাকায় তায়েবার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে খেলতে বের হয়ে তায়েবা নিখোঁজ হয়। এর পর খোঁজাখুঁজি,থানায় ডায়েরি, এলাকায় মাইকিং ও পোস্টারিং করেও শিশুটির কোনো সন্ধান মেলেনি।

পরে গত শুক্রবার দুপুরে পাশের বাড়ির মেসবাহউদ্দীন মোল্লার বাড়ির সেপটিক ট্যাংকের ভিতর তায়েবার লাশ দেখতে পায় স্থানীয়রা। থানায় সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। সে দিন রাতেই ময়না তদন্ত শেষে সখিপুর উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজার পরে দাদার কবরের পাশে তাকে দাফন করা হয়। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে জনসমক্ষে ফাঁসির দাবি এলাকাবাসীর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন