উপজেলা প্রতিনিধি, ভেদরগঞ্জ (শরীয়তপুর)
ভেদরগঞ্জে সখিপুরে মাদ্রাসার নার্সারির শিক্ষার্থী তায়েবা হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সখিপুর-ভেদরগঞ্জ সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সখিপুর প্রেস ক্লাবের সামনে সখিপুর-ভেদরগঞ্জ সড়কে সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, নিষ্পাপ শিশুকে হত্যার সাথে জড়িতদের আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর না হলে এ ধরনের ঘটনা থামবে না। মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
গত শুক্রবার দুপুরে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ছৈয়াল কান্দি এলাকায় তায়েবার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে খেলতে বের হয়ে তায়েবা নিখোঁজ হয়। এর পর খোঁজাখুঁজি,থানায় ডায়েরি, এলাকায় মাইকিং ও পোস্টারিং করেও শিশুটির কোনো সন্ধান মেলেনি।
পরে গত শুক্রবার দুপুরে পাশের বাড়ির মেসবাহউদ্দীন মোল্লার বাড়ির সেপটিক ট্যাংকের ভিতর তায়েবার লাশ দেখতে পায় স্থানীয়রা। থানায় সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। সে দিন রাতেই ময়না তদন্ত শেষে সখিপুর উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজার পরে দাদার কবরের পাশে তাকে দাফন করা হয়। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে জনসমক্ষে ফাঁসির দাবি এলাকাবাসীর।
ভেদরগঞ্জে সখিপুরে মাদ্রাসার নার্সারির শিক্ষার্থী তায়েবা হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সখিপুর-ভেদরগঞ্জ সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সখিপুর প্রেস ক্লাবের সামনে সখিপুর-ভেদরগঞ্জ সড়কে সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, নিষ্পাপ শিশুকে হত্যার সাথে জড়িতদের আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর না হলে এ ধরনের ঘটনা থামবে না। মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
গত শুক্রবার দুপুরে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ছৈয়াল কান্দি এলাকায় তায়েবার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে খেলতে বের হয়ে তায়েবা নিখোঁজ হয়। এর পর খোঁজাখুঁজি,থানায় ডায়েরি, এলাকায় মাইকিং ও পোস্টারিং করেও শিশুটির কোনো সন্ধান মেলেনি।
পরে গত শুক্রবার দুপুরে পাশের বাড়ির মেসবাহউদ্দীন মোল্লার বাড়ির সেপটিক ট্যাংকের ভিতর তায়েবার লাশ দেখতে পায় স্থানীয়রা। থানায় সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। সে দিন রাতেই ময়না তদন্ত শেষে সখিপুর উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজার পরে দাদার কবরের পাশে তাকে দাফন করা হয়। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে জনসমক্ষে ফাঁসির দাবি এলাকাবাসীর।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৩১ মিনিট আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
৩৮ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
১ ঘণ্টা আগে