আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সদরপুরে চার ছিনতাইকারী গ্রেপ্তার, ইজিবাইক উদ্ধার

উপজেলা প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)

সদরপুরে চার ছিনতাইকারী গ্রেপ্তার, ইজিবাইক উদ্ধার

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে থেকে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। এ সময় ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে গোপালগঞ্জের মোকসেদপুর থেকে এদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করা হয়। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন সদরপুর থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান। তিনি বলেন, শনিবার উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন থেকে দুটি অটোবাইক ছিনতাই হলে চালক সদরপুর থানায় অভিযোগ করেন। পরে ইজিবাইক উদ্ধার এবং ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করি।

গ্রেপ্তারকৃতরা হলেন মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের ইসরাফিল মীর (৩০), মৃত কাউসার শেখের পুত্র রাজু শেখ, শরদী গ্রামের আবুল খায়ের খানের পুত্র নাম খান (২৩), জোবায়রা গ্রামের নুরুল হক শেখের পুত্র আসাদুল শেখ (৩০)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন