কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) হিসেবে যোগদান করেছেন রিফাত জাহান। বুধবার বিকেলে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। ওইদিন দুপুরে পাকুন্দিয়ার ইউএনও মো. বিল্লাল হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বৃহস্পতিবার সকালে রিফাত জাহান এ তথ্য নিশ্চত করেছেন। নতুন দায়িত্ব পেয়ে এ কর্মকর্তা হয়রানিমুক্ত ভূমি সেবা দেওয়ার অঙ্গীকার করেন।
রিফাত জাহান বলেন, উপজেলা এসিল্যান্ড অফিস থাকবে দালাল ও প্রতারকমুক্ত। জনগণকে ভূমি সংক্রান্ত সার্বিক সেবা দেওয়া হবে। জনগণ সরাসরি অ্যাসিল্যান্ডের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। তাদের হয়রানিমুক্ত ভূমি সেবা দেওয়াই হবে আমার প্রথম কাজ।
রিফাত জাহান ৩৮তম বিসিএস কর্মকর্তা। এর আগে তিনি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করেন। তার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

