আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভাঙ্গায় আ.লীগ-যুবলীগের আরো ১৬ নেতাকর্মী আটক

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

ভাঙ্গায় আ.লীগ-যুবলীগের আরো ১৬ নেতাকর্মী আটক

ফরিদপুরের ভাঙ্গায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও যুবলীগের আরো ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ নেতা আব্বাস বিশ্বাসকে মঙ্গলবার ভাঙ্গা টাউনপাড় বাজার থেকে এবং যুবলীগ নেতা রোমানকে বড়দিয়া গ্রাম থেকে এবং বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীদের আটকের বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেন।

তিনি বলেন, শেখ হাসিনার রায়কে ঘিরে লকডাউন কর্মসূচির প্রথম দিন বৃহস্পতিবার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে উল্লাস। গাড়ি চলাচলে প্রতিবন্ধকতার পাশাপাশি গাড়ি ভাঙচুর ও নাশকতা চালিয়ে আত্মগোপনে অবস্থান করছে। এ খবর পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

উল্লেখ্য: আলগী ও হামিরদী ইউনিয়নের শান্তিপূর্ণ আন্দোলনে জনগণের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিশে গিয়ে গত ১৫ সেপ্টেম্বর ভাঙ্গা পুলিশ স্টেশন, হাইওয়ে থানা ও উপজেলা পরিষদ ভাঙচুর ও নাশকতা সৃষ্টির পলাতক আসামিরাও রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন