ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

কমেছে চাপ, নেই যানজট

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ১৫: ৩৬

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কমেছে যানবাহনের চাপ। তবে বৃহস্পতিবার গভীর রাত থেকে দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে কিছুটা যানজট থাকলেও শনিবার পাল্টে গেছে দৃশ্যপট।

এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের একাধিক পয়েন্ট ঘুরে দেখা গেছে, বছরের যেকোনো স্বাভাবিক সময়ের মতো মহাসড়ক এলাকায় যানবাহনের গতি স্বাভাবিক।

বিজ্ঞাপন

ঈদ উৎসবকে সামনে রেখে লম্বা ছুটির কারণে যেকোনো সময়ের তুলনায় ঢাকা-চট্টগ্রামের মহাসড়কে যানবাহন চলাচল কয়েকগুণ বাড়ার কথা ছিল। কিন্তু তেমন চাপ নেই বললেই চলে। মূলত ছুটি আগে হওয়ার কারণেই এমন চিত্র বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, সকাল থেকে মহাসড়কে যানবাহনের অতিরিক্ত কোনো চাপ নেই। এবার বিভিন্ন পেশার মানুষ আগেভাগেই ঢাকা ছেড়েছেন। এজন্য বিগত সময়ের চেয়ে এবারের ঈদযাত্রা অনেকটা স্বস্তিদায়ক। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও যানজট নিরসনে নিরলস কাজ করছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত