আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শ্রীপুরে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

শ্রীপুরে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি–টেংরা সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আমিনুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার বিকেল ৫টার দিকে তেলিহাটি পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আমিনুল ইসলাম মাওনা উত্তরপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন মুদী ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমিনুল মোটরসাইকেলে করে শ্রীপুর অভিমুখে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মালবাহী ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ সাংবাদিকদের জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন