আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক ১

উপজেলা প্রতিনিধি, টংগিবাড়ী (মুন্সীগঞ্জ)

যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক ১

যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকসহ তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সম্রাট হালদারকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার দিঘিরপাড় ও কামারখাড়া এলাকায় রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

আটক সম্রাট হালদার টংগিবাড়ী উপজেলার কামারখাড়া এলাকার বাসিন্দা এবং মূলচর গ্রামের মুসা হালদারের ছেলে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অভিযানকালে তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, পাঁচটি মোবাইল ফোন এবং ৩২টি বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রামদা, চাপাতি, ছুরি, দা, ক্ষুর, হকি স্টিক, বেসবল স্টিক, লোহার স্প্রিং, চেইন স্টিক, মোটরসাইকেলের চেইন ও ডিস্কসহ নানা ধরনের আঘাত হানার সরঞ্জাম রয়েছে। এছাড়া কিছু অজ্ঞাত মাদকদ্রব্যও পাওয়া গেছে, যা শনাক্তে কাজ করছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, সম্রাট হালদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল। গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) টংগিবাড়ীর দিঘিরপাড় এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তার কোনো ভূমিকা ছিল কি না, সে বিষয়টিও তদন্তাধীন রয়েছে।

অভিযান শেষে গ্রেপ্তারকৃত সম্রাট হালদার ও উদ্ধার করা আলামত পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে এবং আজ সোমবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে টংগিবাড়ী থানার পুলিশ।

মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের অপারেশন অফিসার জানান, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও অপরাধ দমনে সেনাবাহিনীর জিরো টলারেন্স নীতির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন