প্রার্থীর ছড়াছড়ি বিএনপিতে, জামায়াতের ঘোষণা হয়নি

এম আজিজুল ইসলাম, রায়পুরা (নরসিংদী)
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৫: ৫৩
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৬: ০০
আমার দেশ গ্রাফিক্স

মেঘনা, পুরাতন ব্রহ্মপুত্র, আড়িয়াল খা ও কাঁকন নদী বিধৌত দেশের দ্বিতীয় বৃহত্তর উপজেলা হিসেবে পরিচিত নরসিংদীর রায়পুরা উপজেলা। ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়েই গঠিত হয়েছে নরসিংদী-৫ আসন। বিগত দিনগুলোতে নরসিংদীর পাঁচটি আসনের মধ্যে এ আসনটি বরাবরই আওয়ামী লীগের দখলে থাকলেও, সংসদ সদস্যের চেয়ারটি একবার ছিল জাতীয় পার্টি ও দুবার ছিল বিএনপির হাতে।

বিএনপির হেভিওয়েটদের চ্যালেঞ্জ ‘ইসলামপন্থি জোট’

বিজ্ঞাপন

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ১৯৮৮ সালের নির্বাচনে জাতীয় পার্টি থেকে মাঈন উদ্দিন ভূঁইয়া এমপি নির্বাচিত হন। এরপর ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে বিএনপির মনোনীত আবদুল আলী মৃধা সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকে টানা সাতবার আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হন রাজি উদ্দিন আহমেদ রাজু। ফলে শেখ হাসিনা সরকারে পতনের আগ পর্যন্ত এ আসনটি আওয়ামী লীগের দখলে ছিল।

জুলাই গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর এ আসনে আবারও সক্রিয় হয়েছে বিএনপি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এ আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থী রয়েছেন ছয়জন। নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় গণসংযোগ করছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। রায়পুরার ২৪টি ইউনিয়নে গণসংযোগ ও ব্যানার-ফেস্টুন সাঁটিয়ে তারা শুভেচ্ছা জানিয়ে ভোটারদের দোয়া চাচ্ছেন। রায়পুরার আইনশৃঙ্খলার উন্নয়ন ও চরাঞ্চলের মেঘনা ব্রিজ নির্মাণ ও সড়ক ব্যবস্থা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।

ড্রোন দিয়ে ভোটের পরিস্থিতি নজরদারি করবে ইসি

৫ মার্চ নরসিংদীর সব পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে ভার্চুয়ালি আসনভিত্তিক প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামী নরসিংদী জেলা আমির মাওলানা মোসলেহুদ্দীন। সেখানে নরসিংদী জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ও রায়পুরা সদর থানা আমির মাওলানা জাহাঙ্গীর আলমকে (নরসিংদী-৫ রায়পুরা) প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। পরে তিনি দলীয় সভা-সমাবেশ ও গণসংযোগের পাশাপাশি স্থানীয় সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে প্রার্থিতার ভোটারদের জানান দেন। পরে ২২ মে তা দলীয় সিদ্ধান্তে তার প্রার্থিতা স্থগিত করা হয়। এ প্রসঙ্গে জামায়াতে ইসলামী রায়পুরা সদর শাখার আমির মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমার দেশকে জানান, দল থেকে তাকে প্রার্থী মনোনয়নের জন্য নির্ধারণ করার পর গত ২২ মে আবার তা স্থগিত করা হয়। এরপর থেকে তিনি নির্বাচনি কার্যক্রম সাময়িকের জন্য স্থগিত রেখেছেন। তবে দল থেকে অন্য কাউকে মনোনীত করলে তার জন্যই কাজ করার কথাও জানান তিনি।

নরসিংদী জেলা বিএনপি সহসভাপতি ও দলের সাবেক নির্বাহী কমিটির সদস্য জামাল আহমেদ চৌধুরী। তিনি ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে চারদলীয় জোট থেকে ধানের শীষ প্রতীকে এ আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

খায়রুল হকের শুনানিতে অসহযোগিতা, ডিসি প্রসিকিউশনের ব্যাখ্যা চায় আদালত

আমার দেশকে তিনি বলেন, বিগত সময়ে দলের জন্য সব সময় তিনি কাজ করেছেন। দল থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারলে রায়পুরার আইনশৃঙ্খলা নিয়ে কাজ করবেন। পাশাপাশি চরাঞ্চলের মেঘনা ব্রিজ নির্মাণ ও সড়ক ব্যবস্থা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।

বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি ২০১৮ সালে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। তিনি বলেন, রাজপথে আগেও ছিলাম এখনো আছি। রাজপথ থেকে পালিয়ে যাওয়ার লোক আমি না। শুধু নিজের এলাকা নয়, সারা দেশের জন্য কাজ করেছি। তার দাবি আওয়ামী শাসনামলে দলের কারা নির্যাতিত নেতাকর্মীদের পাশে অর্থ ও শ্রম দিয়ে কাজ করেছেন তিনি। তাই ধানের শীষের প্রতীক নিয়ে দলীয় মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ও রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমএন জামান। তিনি রায়পুরায় নিয়মিত গণসংযোগ করছেন। তার বিশ্বাস অতীতে বিএনপির সব ধরনের আন্দোলন সংগ্রামে তিনি অগ্রভাগে ছিলেন। দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী।

এছাড়া বিএনপি থেকে অন্য মনোনয়নপ্রত্যাশীরা হলেন জেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূঁইয়া রুহেল এলাকায় বিভিন্নভাবে গণসংযোগ করছেন।

জাহাঙ্গীর আলম বাদল ২০১৮ সালেও বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন। তার নামে এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চবিদ্যালয় রয়েছে। দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারলে রায়পুরার নদীভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণ, এলাকায় গ্যাস সংযোগ ও শিক্ষাব্যবস্থা এবং সামাজিক নিরাপত্তা নিয়ে কাজ করবেন বলে জানান জাহাঙ্গীর আলম বাদল।

বিএনপির পাশাপাশি এ আসনে নির্বাচন ঘিরে ব্যাপক গণসংযোগ ও পথসভা চালিয়ে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়নপ্রত্যাশী জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীগোষ্ঠীর নির্বাহী পরিচালক মাওলানা বদরুজ্জামান। ইতোমধ্যে তিনি উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে গণসংযোগ করেছেন। মানুষের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করে আসছেন।

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচনে অংশ নেবেন এনসিপি কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ ফয়সাল। তবে এলাকায় তাকে কোনো গণসংযোগ করতে দেখা যায়নি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত