ফ্যাসিস্ট হাসিনার আমলে সারকারখানা নিয়ে ব্যাপক লুটপাট হয়েছে: মঈন খান

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১৯: ৫৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার শুধুমাত্র তাদের নিজেদের ফায়দা হাসিলের জন্য নরসিংদীর পলাশে সচল দু’টি সারকারখানাকে ভেঙে নতুন একটি সারকারখানা গড়ে তুলেছে। ওই আমলে সারকারখানা নিয়ে ব্যাপক লুটপাট হয়েছে।

বিজ্ঞাপন

তিনি রোববার বিকেলে ঘোড়াশাল পলাশ ইউরিয়া সারকারখানা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।

লুটপাটের মাধ্যমে নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য তারা সচল সারকারখানাকে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছি। তারা যদি জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করত তাহলে এই দু’টি সচল কারখানাকে না ভেঙে নতুন করে কারখানা তৈরি করতে পারতো। এর ফলে অজস্র শ্রমিক তাদের কর্মসংস্থান হারিয়েছে।

ঘোড়াশাল পলাশ আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি আল আমিন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ড. মঈন খান দেশের বিদ্যুৎ উৎপাদন নিয়ে বলেন, পলাশ একটি বৃহৎ শিল্প অধ্যুষিত এলাকা। পলাশে দেশের অন্যতম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এই কেন্দ্রটি চালু থাকলে প্রায় ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। বিগত সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয় করে মাত্র এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যয় করেও তা আনতে পারেনি। আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্র পুরোদমে উৎপাদনে আনা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার ভূঁইয়া, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি আলম মোল্লা, ঘোড়াশাল পলাশ শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ ফরিদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, নরসিংদী জেলা পরিবহণ মালিক সমিতির সভাপতি সারোয়ার মৃধা প্রমুখ।

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য আফতাব হোসেন

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

বিএনপি নেতার চাপে জুলাই হত্যা মামলার দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

সাবেক আইজিপি মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত