বোয়ালমারীতে দুলাভাইয়ের বাড়িতে শ্যালকের রহস্যজনক মৃত্যু

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১: ৪৮
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১: ৪৯

ফরিদপুরের বোয়ালমারীতে দুলাভাইয়ের বাড়িতে রিফাত (২২) নামে এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা— এ নিয়ে এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে। নিহত রিফাত গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাটজয়নগর গ্রামের মুরাদ মোল্যার ছেলে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাত ৯টার দিকে লাশটি হাসপাতাল থেকে পুলিশ হেফাজতে নেয়। জানা যায়, উপজেলার শেখর ইউনিয়নের শেখর রেলগেট সংলগ্ন ফরহাদ মোল্যার বাড়িতে এ ঘটনা ঘটে। রিফাত প্রায় এক সপ্তাহ আগে তার দুলাভাই ফরহাদের বাড়িতে বেড়াতে আসেন।

রিফাতের বড় বোন সুবর্ণা বেগম জানান, রিফাত মাদকাসক্ত ছিলেন। তিনি বলেন, “মাদক সেবনের টাকা না পেলে সে প্রায়ই উত্তেজিত হয়ে উঠতো। সর্বশেষ আমার কাছে টাকা চাইলে আমি দিইনি। তখন সে আমাকে মারধর করতে উদ্যত হয়। আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ গিয়ে দেখি রিফাত গলায় ফাঁস দিয়ে ঝুলছে। চিৎকার দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”

রিফাতের ছোট বোন বলেন, “আমরা দুই বোনের একমাত্র ভাই ছিল সে। পিকআপ চালাতো। কী অভিমানে বা কেন সে মারা গেলো—আমরা বুঝতে পারছি না।”

এ ঘটনার পর দুলাভাই ফরহাদ মোল্যা আত্মগোপনে রয়েছেন। তার দেখা মেলেনি।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, “খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনে। লাশটি ফরিদপুর মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত