রাজৈরে ভ্যানচালক কিশোরের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১২: ৩০

মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের নয়ানগরের মাছকান্দি এলাকায় একটি পরিত্যক্ত টিনশেড ঘরের পাশ থেকে আকাশ আকন (১৮) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ।

বিজ্ঞাপন

নিহত আকাশ পশ্চিম রাজৈর গ্রামের আমজেদ আকনের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩০ জুলাই সকাল ৮টায় আকাশ বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়। রাতে তিনি আর বাড়িতে ফিরে আসেনি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

আজ সকাল ৯টায় বদরপাশা ইউনিয়নের নয়ানগরের মাছকান্দি গ্রামের মোতালেব মোল্লার পরিত্যক্ত ঘরের কাছে একটি ফাঁকা মাঠের রাস্তায় পাশে তার লাশ দেখতে পান এলাকাবাসী। পরে রাজৈর থানায় খবর দিলে ওসি মো. মাসুদ রানা ও তদন্ত কর্মকর্তা সঞ্জয় ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেন। স্বজনরা এ সময় আকাশের লাশ শনাক্ত করেন।

রাজৈর থানার এসআই কামরুজ্জামান লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে লাশ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

এ ঘটনায় এলাকায় শোক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত