আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে টঙ্গীতে ব্যবসায়ীকে অপহরণ

স্টাফ রিপোর্টার, টঙ্গী
ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে টঙ্গীতে ব্যবসায়ীকে অপহরণ

ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর প্রেমের ফাঁসে ফেলে এক ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে টঙ্গীতে নারীসহ চক্রের ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে টঙ্গীর গোপালপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন আশামনি (২৬), শেখ ফরিদ (২৬), জহিরুল ইসলাম (৪৫), জাবেদ হোসেন সবুজ (৫০), লাভলু মিয়া (৪৫), মো. বশির (৩৫)। এদের মধ্যে প্রেমের ফাঁদে ফেলায় জড়িত সাবিনা (৪৫) পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

ভুক্তভোগী মো. সুজন বেপারী বলেন, ‘আমি ঢাকার নবাবগঞ্জে ব্যবসা করি। প্রায় এক মাস আগে ফেসবুকে পরিচয় হয় সাবিনা নামে এক নারীর সঙ্গে। পরিচয়ের পর থেকে সে প্রায়ই আমাকে টঙ্গীতে দেখা করার প্রস্তাব দেয়। গত মঙ্গলবার রাত ১০টার দিকে আমি টঙ্গী পূর্ব থানার মাছিমপুর এলাকায় পৌঁছালে অভিযুক্তরা কৌশলে আমাকে অপহরণ করে। পরে সেখান থেকে গোপালপুরের নর্দান গার্মেন্টের গলির দুলাল মিয়ার ভাড়া বাসায় নিয়ে যায়।’ সুজন বেপারী বলেন, ‘সেখানে অভিযুক্তরা আমাকে আটক করে মানিব্যাগ থেকে ৩ হাজার টাকা নেওয়ার পর মারধর শুরু করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে ৯৯৯ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ‘ফেসবুকে বন্ধুত্বের আড়ালে সংঘবদ্ধ চক্রটি এ ধরনের প্রতারণা ও অপহরণের সঙ্গে জড়িত। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে গতকাাল তাদের আদালতে পাঠানো হয়েছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন