গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ডুবাইল গ্রামের শংকর মালো বিজয়া দেখতে এসে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বকশীবাড়ি কলেজ রোড এলাকায় অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শংকর মালোর (৪৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত শংকর মালো উপজেলার ডুবাইল গ্রামের মনমোহন চন্দ্র মালোর পুত্র।
স্থানীয়রা জানান, নয় দিন আগে পূজার ছুটিতে তিনি কুয়েত থেকে বাড়িতে আসেন। বিজয়া দশমী দেখতে স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে বের হন। পথে বকশীবাড়ি কলেজ রোড এলাকায় দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা না থাকায় তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের আহমেদ বলেন, শংকর মালো দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। পরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

