মুক্তারপুর সেতুর নিচ থেকে লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১৬: ১৪
আপডেট : ২৭ জুন ২০২৫, ১৬: ১৫
মুন্সীগঞ্জ থানা

মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠে মুক্তারপুর সেতুর পশ্চিমপ্রান্তের সিঁড়ির নিচ থেকে মানসিক ভারসাম্যহীন এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার নারী মাসুদা

বেগম(৬২) মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর গ্রামের

বিজ্ঞাপন

মৃত পানা উল্লাহ বেপারীর কন্যা।

স্থানীয় নারী ইউপি সদস্য আম্বিয়া খাতুন জানান, সেতুর নিচের মাঠে শিশুরা খেলতে এসে লাশটি দেখতে পেয়ে তাদের অভিভাবকদের মাধ্যমে পুলিশকে জানান । পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি আরো জানান, মাসুদা বেগমের শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত