আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকুন্দিয়ায় দলীয় পদে পুনর্বহাল বিএনপি নেতা মাহফুজ

উপজেলা প্রতিনিধি, (পাকুন্দিয়া) কিশোরগঞ্জ

পাকুন্দিয়ায় দলীয় পদে পুনর্বহাল বিএনপি নেতা মাহফুজ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমানকে দলীয় পদে পুনর্বহাল করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত দলীয় প্যাডে এক পত্রের মাধ্যমে তাকে দলীয় পদে পুনর্বহাল করা হয়।

বিজ্ঞাপন

পত্রে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ৯ আগস্ট পাকুন্দিয়া পৌর বিএনপির সহ-সভাপতির পদ থেকে মোহাম্মদ মাহফুজুর রহমানকে অব্যহতি প্রদান করা হয়েছিল। তার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক অব্যহতি আদেশ প্রত্যাহার করে দলীয় পদে পুনর্বহাল করা হলো। এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখতে তাকে নির্দেশনা প্রদান করা হয়।

পাকুন্দিয়া পৌর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমান পত্র পাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করিয়েছিল। আমার আবেদন পুনর্বিবেচনা করে দলীয় পদে পুনর্বহাল করায় জেলা ও উপজেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। দলকে শক্তিশালী করতে অতীতের মতো ভবিষ্যতেও সক্রিয় থাকবো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন