আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কেরানীগঞ্জে মা-মেয়ে হত্যার ১৬ দিন পর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, (ঢাকা দক্ষিণ)

কেরানীগঞ্জে মা-মেয়ে হত্যার ১৬ দিন পর লাশ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ গ্রামের একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বছরের ২৬ ডিসেম্বর তাদের হত্যা করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় লাশ উদ্ধার করা হয়েছে।

স্বজনরা জানান, গৃহশিক্ষিকা মিমের বাসা থেকে রোকেয়া ও তার মেয়ে ফাতেমার (১৪) লাশ উদ্ধার করা হয়। গত বছরের ২৬ ডিসেম্বর একই দিনে মা ও মেয়ে নিখোঁজ হয়। পরে থানায় সাধারণ ডায়েরি করে নিহত রোকেয়া বেগমের স্বামী শাহীন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়ে ফাতেমার গৃহশিক্ষিকা মিমের বাসা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ মিমের ঘর তল্লাশি করে খাটের নিচে রোকেয়া বেগমের লাশ এবং বাথরুমের ছাদ থেকে শিশু ফাতেমার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ গৃহশিক্ষিকা মিম আক্তার, তার স্বামী হুমায়ুন ও দুই বোনকে গ্রেপ্তার করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন