ব্যাংকে আমানতের নিশ্চয়তা আছে, টাকা খোয়া যাবে না: অর্থ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১৮: ৫৮

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বেসরকারি ব্যাংকে গ্রাহকদের এফডিআর ও ডিপোজিট থাকে। সেখানে আমানতের নিশ্চয়তা আছে, সেই টাকা খোয়া যাবে না। যে কোনো ব্যাংকে নিশ্চিন্তে লেনদেন করুন। সেখানে শক্ত নীতিমালা রয়েছে।

শনিবার দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসিতে) পরিচালনা বোর্ডের ৬৬তম সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

অর্থ উপদেষ্টা বলেন, রাজশাহীতে যিনি দেনার দায়ে আত্মহত্যা করেছেন এবং পরিবারের সদস্যদের মেরেছেন বিষয়টি খুবই দুঃখজনক ঘটনা। এ ধরনের মৃত্যু মোটেও কাম্য নয়।

ড. সালেহউদ্দিন বলেন, ঋণের বিষয় শুধু অন্তর্বর্তী সরকারের সময় নয়। ঋণের কারণে জনগণের কী অসুবিধা হয় রাজশাহীতে দেনার দায়ে আত্মহত্যার বিষয়টি উল্লেখ করার মতো। এটা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখতে হবে। তিনি ঋণ ব্যাংক থেকে অথবা এনজিও থেকে নিয়েছে কি না । তাকে কেউ চাপ দিয়েছে কি না, বিষয়টি তদন্ত করা হবে। ঋণের কারণে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়।

তিনি বলেন, উপদেষ্টাদের সম্পদের বিবরণ অনেক আগেই জমা দেওয়া হয়েছে। যারা এখন এগুলো নিয়ে কথা বলেন তাদের জানা উচিত এটা এখন বলে লাভ নেই। আমিও অনেক আগেই জমা দিয়েছি।

এ সময় মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সমন্বয় এসডিজি মিজ লামিয়া মোরশেদ, অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত