বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় মালিককে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১৮: ২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অফিসের ভাড়া চাওয়ায় মালিক মো. জাহাঙ্গীর ভূঁইয়াকে (৫৭) পিটিয়ে হত্যা করেছেন বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বারসহ ১২ জন জড়িত বলে অভিযোগ করে জানান নিহতের ছেলে।

বিজ্ঞাপন

অভিযুক্তরা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারী।

বুধবার সকালে আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত মো. জাহাঙ্গীর ভূইয়া (৫৭), মাহামুদপুর ইউনিয়নের মৃত তালেব আলী ভূইয়ার ছেলে।

জাহাঙ্গীরের ছেলে রাসেল জানান, ভাড়া চাইতে গেলে সকালে তোতা মেম্বার ও তার ছেলে খোকন, রাসেল এবং বেণু হাজীর ছেলে আলম (৪৫), সাদ্দাম (৩৫) সহ ৬/৭ জন মিলে আমার বাবাকে পার্টি অফিসে নিয়ে মারধর করে। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এলাকাবাসী জানিয়েছে, পাঁচ আগস্টের পর বিএনপির পার্টি অফিস করার জন্য জাহাঙ্গীরের কাছ থেকে অফিসটি ভাড়া নেন তোতা মেম্বার। অফিসটি স্থানীয়দের কাছে বিএনপির কেন্দ্রীয় সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অফিস হিসেবে পরিচিত ছিল। সকালে পার্টি অফিসের বকেয়া ১০ হাজার টাকা ভাড়া চাইতে গেলে বিএনপির অফিসের জন্য কিসের ভাড়া দিবো বলেন তোতা মেম্বার। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে তোতা মেম্বারকে ধাক্কা দেন জাহাঙ্গীর। পরে তোতা মেম্বারের অনুসারী ও তার ছেলেরা জাহাঙ্গীরকে ধরে পার্টি অফিসে নিয়ে মারধর করেন।

এ সময় জাহাঙ্গীর গুরুতর আহত হলে অভিযুক্তদের কয়েকজন জাহাঙ্গীর আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, সেখানে কয়েকটি দোকান মিলে বিএনপির একটি অফিস করা হয়েছে। দোকানগুলোর একটি অংশ জাহাঙ্গীরের। সকালে তিনি দোকানের ভাড়া চাইতে গেলে সেখানে মারপিটের ঘটনা ঘটে। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত