ভাঙ্গার সঙ্গে সড়ক ও রেলপথ যোগাযোগ বিচ্ছিন্ন

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ১৩

ফরিদপুরে অবরোধের কারণে ভাঙ্গার সঙ্গে সড়ক ও রেলপথ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় জনগণ ও দূরপাল্লার যাত্রীরা। এ দিকে জানা গেছে, সকাল ৭টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রতিদিন রেলপথ ও সড়কপথ অবরোধ কর্মসূচি চলছে এবং চলবে।

বিজ্ঞাপন

উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে পার্শ্ববর্তী উপজেলা নগরকান্দা ও সালথা উপজেলার সাথে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করার প্রতিবাদে গত শুক্রবার থেকে দলমতের ঊর্ধ্বে জনগণের পাশাপাশি কয়েকটি রাজনৈতিক নেতাকর্মীরাও আন্দোলনের মাঠে নেমেছেন।

বৃহস্পতিবার সড়ক পথের পাশাপাশি নতুন করে হাসপাতাল সংলগ্ন রেললাইন অবরোধ করার কারণে ঢাকাগামী জাহানাবাদ ট্রেন অবরোধ কর্মসূচির শেষ সময়ের অপেক্ষায়।

ট্রেনের যাত্রী নিয়ামুল হাসান বলেন, ভাঙ্গার রেল ক্রসিং পয়েন্টে অবরোধ কর্মসূচি পালনের ফলে জাহানাবাদ ট্রেন আটকা পড়েছে।

রেললাইন অবরোধ করার পাশাপাশি ঢাকা খুলনা, ভাঙ্গা মাওয়া ও নড়াল মহাসড়ক ও ভাঙ্গা-ফরিদপুর আঞ্চলিক সড়ক সকাল ৭টা থেকে আন্দোলনকারীরা সড়ক পথের উপর গাছ কেটে ও গাছের গুড়ি, বাঁশ বেধে নিজেদের দখলে রেখেছেন। অবরোধের কারণে সকাল থেকে সকল রুটে দূরপাল্লার যানবাহন চলাচল করতে পারেনি। অবরোধের বিভিন্ন পয়েন্টে মালবাহী ট্রাক সকল যানবাহন দাঁড়ানো অবস্থায় পড়ে আছে।

হামিরদী ইউনিয়নের খাড়াকান্দি অবরোধে অংশ নেওয়া তানভীর মিয়া বলেন, দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা রাজপথে অবস্থান করছি এবং করবো।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, স্থানীয় জনগণ তাদের দাবি নিয়ে সড়ক ও মহাসড়কের উপর অবস্থান নিয়েছেন। ঢাকা, খুলনা ও বরিশালের সড়ক এবং ট্রেন লাইনে অবস্থান নেওয়ার ফলে ট্রেনের যোগাযোগও বর্তমানে বন্ধ রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত