আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু

জেলা প্রতিনিধি, নরসিংদী

ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু
ছবি: আমার দেশ।

নরসিংদীর পলাশে ছেলের ছুরিকাঘাতে হাফেজা খাতুন বিউটি (৪৫) নামে এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে পলাশের জনতা জুটমিলের মহিলা কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত হাফেজা খাতুন বিউটি ঘোড়াশাল পৌর এলাকার আদর্শ গ্রামের বাসিন্দা এবং মৃত শামসু উদ্দিনের মেয়ে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিউটি জনতা জুট মিলের একজন নারী শ্রমিক। তিনি শনিবার রাতে ডিউটি শেষে সকালে বের হয়ে মহিলা কলোনীতে যাওয়ার সময় প্রথম গেইটের কাছে পৌছলে ছেলে আবিদ হোসেন তার মায়ের কাছে টাকা দাবি করেন। তার কথায় টাকা না দিলে তার সাথে থাকা ছুরি দিয়ে মায়ের পেটে আঘাত করে। সাথে সাথেই মা বিউটি লুটিতে লুটিয়ে পড়েন।

এ সময় আশপাশের লোকজন বিউটিকে জনতা জুট মিলের মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

সেখানে রাত নয়টার দিকে অপারেশন করা হয় এবং অবস্থার অবনতি হলে আইসিউতে নেয়া হয়। সবশেষে চিকিৎসারত অবস্থায় সেখানে রাত প্রায় পোনে ৪টার দিকে তিনি মারা যান।

এদিকে ঘটনার পর পরই ছেলে আবিদকে আটক করে পলাশ থানায় সোপর্দ করে স্থানীয়রা।

এ বিষয়ে পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, এ ঘটনায় ৩০২ ধরায় মামলার প্রস্তুতি চলছে। আসামী আটক রয়েছে।

এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানিয়েছে নিহতের পরিবার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন