জেলা প্রতিনিধি, শরীয়তপুর
শরীয়তপুরের জাজিরায় আজান-বয়ানকে কেন্দ্র করে বিএনপি নেতা খবির সরদার হত্যা মামলার প্রধান আসামি আলমাস সরদারের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বড়কান্দি ইউনিয়নের উমরদি মাদবরকান্দি এলাকার একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার হয়।
স্থানীয়রা জানান, ওই বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকায় সন্দেহ হয়। পরে মাটি খুঁড়ে বস্তায় মোড়ানো একটি লাশ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের পরিবার মরদেহ শনাক্ত করে জানান, সেটি আলমাস সরদারের।
উল্লেখ্য, এর আগে বুধবার রাতে মসজিদে আজান ও বয়ানকে কেন্দ্র করে বিরোধের জেরে বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক খবির সরদারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে তার নিহতের ভাই দানেশ সরদার বাদী হয়ে আলমাসসহ ২০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করে জাজিরা থানায় হত্যা মামলা করেন। মামলার ২৪ ঘণ্টা না পেরোতেই প্রধান আসামির মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, খবির সরদার হত্যা মামলার আসামি আলমাস সরদারের লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কীভাবে তাকে হত্যা করা হয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
পর পর দুই হত্যাকাণ্ডে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে আতঙ্কের পাশাপাশি নানা জল্পনা-কল্পনাও তৈরি হয়েছে।
শরীয়তপুরের জাজিরায় আজান-বয়ানকে কেন্দ্র করে বিএনপি নেতা খবির সরদার হত্যা মামলার প্রধান আসামি আলমাস সরদারের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বড়কান্দি ইউনিয়নের উমরদি মাদবরকান্দি এলাকার একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার হয়।
স্থানীয়রা জানান, ওই বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকায় সন্দেহ হয়। পরে মাটি খুঁড়ে বস্তায় মোড়ানো একটি লাশ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের পরিবার মরদেহ শনাক্ত করে জানান, সেটি আলমাস সরদারের।
উল্লেখ্য, এর আগে বুধবার রাতে মসজিদে আজান ও বয়ানকে কেন্দ্র করে বিরোধের জেরে বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক খবির সরদারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে তার নিহতের ভাই দানেশ সরদার বাদী হয়ে আলমাসসহ ২০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করে জাজিরা থানায় হত্যা মামলা করেন। মামলার ২৪ ঘণ্টা না পেরোতেই প্রধান আসামির মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, খবির সরদার হত্যা মামলার আসামি আলমাস সরদারের লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কীভাবে তাকে হত্যা করা হয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
পর পর দুই হত্যাকাণ্ডে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে আতঙ্কের পাশাপাশি নানা জল্পনা-কল্পনাও তৈরি হয়েছে।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৩২ মিনিট আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
৩৮ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
১ ঘণ্টা আগে