বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতি: র‍্যাবের হাতে গ্রেপ্তার ৯

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৩৫
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৪৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন ডিপিডিসি বিদ্যুৎকেন্দ্রে ৬৫ লাখ টাকার মালামাল ডাকাতির ঘটনায় র‍্যাব-১১ অভিযান চালিয়ে ডাকাত সর্দার লিটনসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে।

এ সময় লুন্ঠিত বৈদ্যুতিক সরঞ্জাম ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার আদমজী র‍্যাব-১১ এর কার্যালয়ে র‍্যাবের অধিনায়ক (সিইও) লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার ও র‍্যাবের তথ্য অনুযায়ী, ২১ সেপ্টেম্বর রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত মুখোশধারী ১৫–২০ জন ডাকাত শ্রমিকদের পোশাক পরে ফতুল্লার বিদ্যুৎ কেন্দ্র সাবস্টেশনে ঢুকে পড়ে। তারা প্রথমে সিকিউরিটি গার্ডদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর কন্ডাক্টর ক্যাবল, রিং নেটওয়ার্ক, ট্রান্সফরমার ক্যাবল ও তামার তারসহ প্রায় ৬৫ লাখ টাকার যন্ত্রাংশ ট্রাকে করে লুট করে নিয়ে যায়।

ঘটনার পর ডিপিডিসির কর্মচারী মো. সেলিম মিয়া সোমবার (২২ সেপ্টেম্বর) ফতুল্লা থানায় মামলা করেন। পরে র‍্যাব ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সর্দার লিটনসহ ৯ জনকে আটক করে।

লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে লিটনের নামে ৫ টি ডাকাতি, ২ টি অস্ত্র ও ১ টি মাদক মামলাসহ মোট নয়টি মামলা আছে। রোমানের নামে ৪ টি মাদক মামলা এবং সাগর মুন্সির নামে একটি মামলা রয়েছে।

তিনি আরো বলেন, তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত খেলনা পিস্তল, চাকু, চাপাতি ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এখনো পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত