আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক চালক মারা গেছেন। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বন্দরখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মশিউর রহমান (৩৮) বরিশালের বুড়ির হাট এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় যে, মশিউর রহমান ঢাকা থেকে মোটরসাইকেলযোগে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের বন্দরখোলা নামক স্থানের ভাঙ্গাগামী লেনে হঠাৎ করেই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এসময় সড়কের বিভাজকের সাথে সজোরে ধাক্কায় মাথায় গুরতর আঘাত পান। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশের একটি দল তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহুরুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার আত্মীয় স্বজনরা আসলে আইনি প্রক্রিয়া শেষ লাশ হস্তান্তর করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন