সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ বিস্ফোরণে নিহত বেড়ে ৪

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ১৫: ৪৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ বিস্ফোরণে দগ্ধ আরও একজন মারা গেছেন। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে দেড় বছরের শিশু সুমাইয়া, পরে মা রুপালী (২০) এবং শেষে বাবা মো. সোহাগ (২৩) এর মৃত্যু হয়। এ ঘটনায় এ পর্যন্ত দুই পরিবারের মোট চার জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সর্বশেষ সোমবার দিবাগত রাত ১টায় পোশাক শ্রমিক সোহাগের মৃত্যু হয়। এর আগে গত শনিবার সকাল ১০টায় সুমাইয়া এবং রোববার ভোর ৬টায় মা রুপালীর (পোশাক শ্রমিক) মৃত্যু হয়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, সোমবার দিবাগত রাতে সোহাগ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে এ পর্যন্ত চারজন মারা গেছেন। আরো চারজন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে আরও দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানতে পেরেছি।

উল্লেখ্য, গত সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় সিদ্ধিরগঞ্জের পশ্চিম ধনকুন্ডা মধুগড় এলাকায় আমেনা ভিলা নামে ইব্রাহিম খলিলের টিনসেড বাসার দু’টি কক্ষে গ্যাসের পাইপের লিকেজ থেকে বিস্ফোরণের পর আগুনে দুই পরিবারের নারী ও শিশুসহ আটজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত