দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চের পর ফেরি চলাচলও বন্ধ

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী
প্রকাশ : ২৯ মে ২০২৫, ১৮: ৪৫

বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চের পর ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বৃহস্পতিবার সকাল ৯টা থেকে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করে। এরপর বিকেল সাড়ে ৩টা থেকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচলও বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিজ্ঞাপন

দৌলতদিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, নদীতে প্রচণ্ড ঢেউ ও উত্তাল পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিএর ট্রাফিক সাব-ইন্সপেক্টর শিমুল ইসলাম বলেন, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়েই লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে নৌযান চলাচল পুনরায় শুরু হবে।

হঠাৎ করে লঞ্চ ও ফেরি বন্ধ হয়ে যাওয়ায় নৌরুটে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহনগুলো সাময়িকভাবে দুর্ভোগে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া অনুকূলে এলে ধাপে ধাপে লঞ্চ ও ফেরি চালু করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত