রাজৈরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১৯: ১২

মাদারীপুরের রাজৈর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ আগস্ট) গভীর রাতে রাজৈর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, তদন্ত কর্মকর্তা সঞ্জয় কুমার ঘোষ, এসআই এনায়েত করিম ও এসআই ফরিদুজ্জামান সঙ্গী ফোর্স নিয়ে উপজেলার মাচারং গ্রামের বালুর মাঠে অভিযান চালান। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

অভিযান চলাকালে তাদের কাছ থেকে চারটি দেশীয় অস্ত্র, শাবল, দড়ি ও একটি ইজিবাইক উদ্ধার করা হয়।

আটকরা হলেন মাদারীপুরের কুলপদ্দি গ্রামের ফজলুল হক তাহেনীর ছেলে অপু তাহেনী (২০), রাজৈরের ঘোষাল কান্দি গ্রামের আ. রশিদ খানের ছেলে পলাশ খান (২৪) ও যশোর কোতোয়ালি ঘোপজেল রোডের মনু বেপারীর ছেলে জুম্মান বেপারী (৩৪)। তিনি বর্তমানে রাজৈরের পশ্চিম সরমঙ্গলের রাশেদ হাওলাদারের মেয়ে জামাই।

রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিনজন ডাকাতকে আটক করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে মাদারীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত