উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)
গত দুই দিন মেঘলা আকাশের পর শনিবার মধ্যরাত থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়ে চারপাশ। বৃষ্টির মতো পথঘাট ভিজে আছে শিশিরে। মাদারীপুর জেলার শিবচরের সড়ক-মহাসড়ক, নদনদীর অববাহিকা ঢাকা পড়ে কুয়াশায়। সকাল থেকে সূর্যের দেখা নেই। ভোরে কুয়াশার মাত্রা বেশি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কিছুটা কমে এসেছে। তবে এখনো পুরোপুরি কাটেনি কুয়াশাভাব!
সরেজমিনে শনিবার সকালে শিবচরে এক্সপ্রেসওয়েতে দেখা গেছে, ঘন কুয়াশার কারণে সামান্য দূরত্ব নির্ণয় করা যাচ্ছে না। মহাসড়কে দূর পাল্লার পরিবহনের সংখ্যা খুবই কম। ধীরগতিতে চলতে দেখা গেছে যানবাহন। এদিকে পরিবহন কম থাকায় শিবচরের পাঁচ্চরসহ বিভিন্ন স্ট্যান্ডে যাত্রীদের ভিড় ছিল। ঢাকাগামী পরিবহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যাত্রীদের। এদিকে সকাল থেকে কুয়াশা এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকায় হাট-বাজারগুলোতে মানুষের উপস্থিতি কিছুটা কম রয়েছে।
এদিকে স্থানীয় সড়কে থ্রি-হুইলারসহ অন্যান্য যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলতে দেখা গেছে। কুয়াশা আর ঠান্ডায় দুর্ভোগ জনজীবনে! রয়েছে বাজার-ঘাটে ক্রেতা শূন্যতা, নদ-নদীর তীরবর্তী সাধারণ মানুষ গবাদি পশু নিয়ে পড়েছেন বিপাকে। বেলা বাড়লেও রোদের দেখা না মেলায় স্বাভাবিক কাজকর্ম ব্যহত হচ্ছে সাধারণ মানুষের।
শিবচরের এক্সপ্রেসওয়েতে চলাচলরত বাসচালক রুবেল নামে এক ব্যক্তি বলেন, শনিবার প্রচুর কুয়াশা পড়েছে। কিছুই দেখা যাচ্ছে না। খুবই সতর্কতার সাথে গাড়ি চালাচ্ছি।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, কুয়াশা বাড়লে স্বাভাবিকভাবেই মহাসড়কে যানবাহন চলাচল কিছুটা কম থাকে। আমাদের হাইওয়ে পুলিশ মহাসড়কের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছে। তাছাড়া, পরিবহনগুলোর গতি নিয়ন্ত্রণে আমাদের টহল টিম সার্বক্ষণিক মহাসড়কে কাজ করছে।
গত দুই দিন মেঘলা আকাশের পর শনিবার মধ্যরাত থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়ে চারপাশ। বৃষ্টির মতো পথঘাট ভিজে আছে শিশিরে। মাদারীপুর জেলার শিবচরের সড়ক-মহাসড়ক, নদনদীর অববাহিকা ঢাকা পড়ে কুয়াশায়। সকাল থেকে সূর্যের দেখা নেই। ভোরে কুয়াশার মাত্রা বেশি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কিছুটা কমে এসেছে। তবে এখনো পুরোপুরি কাটেনি কুয়াশাভাব!
সরেজমিনে শনিবার সকালে শিবচরে এক্সপ্রেসওয়েতে দেখা গেছে, ঘন কুয়াশার কারণে সামান্য দূরত্ব নির্ণয় করা যাচ্ছে না। মহাসড়কে দূর পাল্লার পরিবহনের সংখ্যা খুবই কম। ধীরগতিতে চলতে দেখা গেছে যানবাহন। এদিকে পরিবহন কম থাকায় শিবচরের পাঁচ্চরসহ বিভিন্ন স্ট্যান্ডে যাত্রীদের ভিড় ছিল। ঢাকাগামী পরিবহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যাত্রীদের। এদিকে সকাল থেকে কুয়াশা এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকায় হাট-বাজারগুলোতে মানুষের উপস্থিতি কিছুটা কম রয়েছে।
এদিকে স্থানীয় সড়কে থ্রি-হুইলারসহ অন্যান্য যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলতে দেখা গেছে। কুয়াশা আর ঠান্ডায় দুর্ভোগ জনজীবনে! রয়েছে বাজার-ঘাটে ক্রেতা শূন্যতা, নদ-নদীর তীরবর্তী সাধারণ মানুষ গবাদি পশু নিয়ে পড়েছেন বিপাকে। বেলা বাড়লেও রোদের দেখা না মেলায় স্বাভাবিক কাজকর্ম ব্যহত হচ্ছে সাধারণ মানুষের।
শিবচরের এক্সপ্রেসওয়েতে চলাচলরত বাসচালক রুবেল নামে এক ব্যক্তি বলেন, শনিবার প্রচুর কুয়াশা পড়েছে। কিছুই দেখা যাচ্ছে না। খুবই সতর্কতার সাথে গাড়ি চালাচ্ছি।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, কুয়াশা বাড়লে স্বাভাবিকভাবেই মহাসড়কে যানবাহন চলাচল কিছুটা কম থাকে। আমাদের হাইওয়ে পুলিশ মহাসড়কের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছে। তাছাড়া, পরিবহনগুলোর গতি নিয়ন্ত্রণে আমাদের টহল টিম সার্বক্ষণিক মহাসড়কে কাজ করছে।
নিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
২৫ মিনিট আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
৪৪ মিনিট আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
২ ঘণ্টা আগেচলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
৩ ঘণ্টা আগে