আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুয়াশাচ্ছন্ন শিবচরের সড়ক-মহাসড়ক, সূর্যের দেখা নেই

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

কুয়াশাচ্ছন্ন শিবচরের সড়ক-মহাসড়ক, সূর্যের দেখা নেই

গত দুই দিন মেঘলা আকাশের পর শনিবার মধ্যরাত থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়ে চারপাশ। বৃষ্টির মতো পথঘাট ভিজে আছে শিশিরে। মাদারীপুর জেলার শিবচরের সড়ক-মহাসড়ক, নদনদীর অববাহিকা ঢাকা পড়ে কুয়াশায়। সকাল থেকে সূর্যের দেখা নেই। ভোরে কুয়াশার মাত্রা বেশি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কিছুটা কমে এসেছে। তবে এখনো পুরোপুরি কাটেনি কুয়াশাভাব!

বিজ্ঞাপন

সরেজমিনে শনিবার সকালে শিবচরে এক্সপ্রেসওয়েতে দেখা গেছে, ঘন কুয়াশার কারণে সামান্য দূরত্ব নির্ণয় করা যাচ্ছে না। মহাসড়কে দূর পাল্লার পরিবহনের সংখ্যা খুবই কম। ধীরগতিতে চলতে দেখা গেছে যানবাহন। এদিকে পরিবহন কম থাকায় শিবচরের পাঁচ্চরসহ বিভিন্ন স্ট্যান্ডে যাত্রীদের ভিড় ছিল। ঢাকাগামী পরিবহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যাত্রীদের। এদিকে সকাল থেকে কুয়াশা এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকায় হাট-বাজারগুলোতে মানুষের উপস্থিতি কিছুটা কম রয়েছে।

এদিকে স্থানীয় সড়কে থ্রি-হুইলারসহ অন্যান্য যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলতে দেখা গেছে। কুয়াশা আর ঠান্ডায় দুর্ভোগ জনজীবনে! রয়েছে বাজার-ঘাটে ক্রেতা শূন্যতা, নদ-নদীর তীরবর্তী সাধারণ মানুষ গবাদি পশু নিয়ে পড়েছেন বিপাকে। বেলা বাড়লেও রোদের দেখা না মেলায় স্বাভাবিক কাজকর্ম ব্যহত হচ্ছে সাধারণ মানুষের।

শিবচরের এক্সপ্রেসওয়েতে চলাচলরত বাসচালক রুবেল নামে এক ব্যক্তি বলেন, শনিবার প্রচুর কুয়াশা পড়েছে। কিছুই দেখা যাচ্ছে না। খুবই সতর্কতার সাথে গাড়ি চালাচ্ছি।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, কুয়াশা বাড়লে স্বাভাবিকভাবেই মহাসড়কে যানবাহন চলাচল কিছুটা কম থাকে। আমাদের হাইওয়ে পুলিশ মহাসড়কের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছে। তাছাড়া, পরিবহনগুলোর গতি নিয়ন্ত্রণে আমাদের টহল টিম সার্বক্ষণিক মহাসড়কে কাজ করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন