
সাগরপাড়ে ফুলের রাজ্য
কুয়াশা প্রকৃতির বুকে সাদা চাদরের মতো বিছিয়ে আছে। ঘাসের ডগায় ডগায় ঝিলমিল করছে শিশিরের বিন্দু। জোড়া দীঘির জলে হাঁসের দল পা ডুবিয়ে ভেসে বেড়াচ্ছে। সারি সারি খেজুরগাছে ঝুলছে মাটির তৈরি কলস, গাছির লাগানো বাঁশের নল বেয়ে টপটপ করে ঝরে পড়ছে মিষ্টি রস।























