ঘন কুয়াশার কারণে পাটুরিয়ায়-দৌলতদিয়া নৌরুটে ৬ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা শাখার ডিজিএম নাসিরুদ্দিন জানান, কুয়াশার কারণে বুধবার দিবাগত রাত ১টা থেকে বৃহস্পতিবার সকাল সাতটা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এ সময় পাটুরিয়া প্রান্তে ৪টি ও দৌলতদিয়া প্রান্তে ৬টি ফেরি নোঙর করে রাখা হয়েছিল। এছাড়া নদীর মাঝখানে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক নিয়ে ৪টি ফেরি আটকে ছিল। কুয়াশা কেটে গেলে বৃহস্পতিবার সকাল ৭টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

