দৌলতদিয়া-পাটুরিয়া, আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু

উপজেলা প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ১০: ০৭
ফেরি পারাপারের অপেক্ষায় যানবাহন

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর রোববার সকাল সাড়ে ৮টায় ফেরি চলাচল শুরু হয়েছে।

বিজ্ঞাপন

রোববার সকাল পৌনে ৭টায় পদ্মা-যমুনা নদীতে ঘন কুয়াশা থাকায় দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৮টায় ফেরিসহ নৌযান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে ঘন কুয়াশায় প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার সকাল ৭টা ৪০ মিনিটে ফেরি চলাচল শুরু হয় বলে নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত