ঘন কুয়াশার কারণে আরিচার-কাজিরহাট রুটে ফেরি চলাচল সাড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা শাখার ডিজিএম নাসির উদ্দিন জানান, কুয়াশার কারণে বুধবার দিবাগত রাত ১টা থেকে আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। এ সময় ফেরি হামিদুর ও ধানসিঁড়ি লোড অবস্থায় আরিচা প্রান্তে, আর শাহ আলী ও চিত্রা কাজিরহাট প্রান্তে আনলোড অবস্থায় অপেক্ষায় ছিল।
কুয়াশা কেটে গেলে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

