কুয়াশা কেটেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চালু
জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮: ৫২

ঘন কুয়াশার কারণে বুধবার ভোর ৬টা থেকে পাটুরিয়া-দৌলদিয়া রুটে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
বিআইডব্লিউটিসি আরিচা শাখার ডিজিএম নাসিরুদ্দিন এ খবর নিশ্চিত করেছেন।
এ সময় পাটুরিয়া প্রান্তে ৫টি ও দৌলতদিয়া প্রান্তে ৭টি ফেরি নোঙর করে রাখা হয়েছিল। কুয়াশা কিছুটা কেটে গেলে সকাল আটটায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com