রাজশাহীতে মৌসুমের প্রথম কুয়াশা, প্রকৃতিতে শীতের আমেজ

মঈন উদ্দিন, রাজশাহী
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৪: ৩৫

রাজশাহীর প্রকৃতিতে নেমে এসেছে এ বছরের প্রথম কুয়াশা। গত সোমবার ভোর থেকেই শহর ও আশপাশের উপজেলাজুড়ে দেখা গেছে ঘন কুয়াশার আবরণ। রাজশাহী-নওগাঁ মহাসড়ক, চারঘাট, পবা, বাগমারা ও পুঠিয়া উপজেলার বিভিন্ন স্থানে দিনে যানবাহন চলতে দেখা গেছে হেডলাইট জ্বালিয়ে। কুয়াশা ভেদ করে ছুটেছে মানুষ, কেউ কর্মস্থলে, কেউ স্কুলে বা হাটে-মাঠে। প্রকৃতির এই পরিবর্তন জানান দিচ্ছে শীত আসছে।

মহানগরীর উপকণ্ঠে দেখা যায় শিশিরভেজা ঘাসে খেলে বেড়ানো শিশুদের, যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে উপভোগ করছে মৌসুমের প্রথম সকাল। কুয়াশার চাদর ভেদ করে সোনালি সূর্য যেন মৃদু হাসছে। মাকড়সার জালে ঝুলে থাকা শিশিরবিন্দু, ধূসর আকাশ মিলেমিশে এক মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা করছে।

বিজ্ঞাপন

মহানগরীর রেলগেট এলাকার শ্রমিক আবদুল ইয়ামিন বলেন, আজকের সকালেই প্রথমবার শীতের আমেজ অনুভব করলাম। হাত-পা ঠাণ্ডা লাগছে।

গণকপাড়া বাজারের গরম কাপড়ের দোকানি মিজানুর রহমান জানান, প্রতিবছর কুয়াশা শুরু হতেই মানুষ শীতের পোশাক খুঁজতে বাজারে আসে। আশা করছি আজ থেকে সোয়েটার, চাদর, জ্যাকেটের বিক্রি শুরু হবে। আগামী এক সপ্তাহের মধ্যে বিক্রি আরো বাড়বে বলে আশা করছি।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, সোমবার ভোরে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ছিল ২৭ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। তিনি আরো বলেন, তাপমাত্রা এখন থেকে ধীরে ধীরে কমবে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই উত্তরাঞ্চলে শীতের প্রভাব আরো স্পষ্ট হবে।

স্থানীয় বিশ্লেষক ও শিক্ষক নুরুল ইসলাম বলেন, রাজশাহীতে শীত সাধারণত দেরিতে নামে; কিন্তু এ বছর কিছুটা আগেই কুয়াশার দেখা মিলেছে। এটা মৌসুমি পরিবর্তনেরই ইঙ্গিত। এখন থেকেই শীতবস্ত্র, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের সুরক্ষায় প্রস্তুতি নেওয়া জরুরি।

রাজশাহীর এই প্রথম কুয়াশাচ্ছন্ন সকাল যেন শুধু শীতের বার্তাই নয়, বরং প্রকৃতির স্নিগ্ধ রূপেরও আহ্বান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত