৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯: ২৬

দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শুরু হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে পদ্মা-যমুনায় ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে। তবে কুয়াশার ঘনত্ব কমে আসায় সকাল ৯টায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন 'দৈনিক আমার দেশ'-কে জানান, ‘কুয়াশার কারণে দৃষ্টিসীমা শূন্যের কোঠায় নেমে এসেছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফেরি চলাচল শুরু করা হয়েছে। বর্তমানে নৌরুটে সব ধরনের নৌযান নিরাপদে চলাচল করছে।’

কুয়াশার কারণে সাময়িক এই বিঘ্ন দক্ষিণবঙ্গের যাত্রী ও পণ্যবাহী যানবাহনের জন্য কিছুটা ভোগান্তি সৃষ্টি করলেও বর্তমানে নৌপথ স্বাভাবিক রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত